কুয়াকাটা সৈকতে নিখোঁজ প্রকৌশলীর মরদেহ উদ্ধার
কুয়াকাটা সৈকতে বুধবার সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়া সোহাগ নামে এক প্রকৌশলীর মরদেহ ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়ে।
বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল ৭টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিমে মাঝিবাড়িসংলগ্ন এলাকার সৈকতে মরদেহটি ভেসে আসে। এর পর মহিপুর থানা পুলিশ খবর পেয়ে উদ্ধার করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির সময় মহিপুর থানার উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, মৃত সোহাগের বড় ভাই শামীমসহ পরিবারের চারজন মরদেহ নেয়ার জন্য এসেছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের মতামত নিয়ে মরদেহ হস্তান্তর করা হচ্ছে।
সূত্র জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুয়াকাটা সৈকতে সিভিল প্রকৌশলী সোহাগ ও তার দুই সহযোগী সমুদ্রে সাঁতার কাটতে নামেন। সাঁতরে ক্রমে গভীরের দিকে যেতে থাকলে একপর্যায়ে ইঞ্জি. সোহাগ (৩০) ডুবে যান। এ সময় অপর দুজন ছোট সোহাগ (২০) ও মহসীনকে (২০) সৈকতের ফটোগ্রাফরা উদ্ধারে সক্ষম হন।
উল্লেখ্য, কুয়াকাটার একটি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতেন সোহাগ। তার বাড়ি ঢাকার আশুলিয়া এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ জুলাই