পাঁচ সন্তান জন্মের নিদান বিজেপি বিধায়কের
বিতর্কিত মন্তব্য করা তাঁর অভ্যাস৷ এবার হিন্দু জনসংখ্যা বাড়ানো নিয়ে বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে চলে আসেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং৷ তাঁর মতে, জনসংখ্যা বাড়াতে হিন্দুদের পাঁচ সন্তান নীতি গ্রহণ করা উচিত৷ জানান, হিন্দু স্বামী স্ত্রীর কম করেও পাঁচ সন্তান থাকা দরকার৷
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি বিধায়ক জানান, দেশে হিন্দুদের জনসংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা গিয়েছে৷ বলেন,‘‘সব আধ্যাত্মিক নেতাদের ইচ্ছা যে হিন্দুদের কম করেও পাঁচ সন্তান হোক৷ এই ভাবে জনসংখ্যাকে নিয়ন্ত্রিত করা সম্ভব৷ আর হিন্দুত্বকে বাঁচিয়ে রাখা যাবে৷’’ জনসংখ্যা বাড়িয়ে কীভাবে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব তার কোন ব্যাখ্যা অবশ্য খুঁজে পাচ্ছেন না ওয়াকিবহাল মহল৷
তবে এই প্রথম নয়৷ এর আগে তাঁর বহু মন্তব্য একাধিকবার বিতর্ক সৃষ্টি করেছিল৷ চলতি মাসেই ধর্ষণ প্রসঙ্গে রামকে টেনে এনেছিলেন৷ জানিয়েছিলেন, ভগবান রামও ধর্ষণের মত ঘটনা বন্ধ করতে অপারগ৷ একবার মন্তব্য করেছিলেন, যারা ‘ভারত মাতা কি জয়’ বলে না তা আসলে পাকিস্তানি৷ এছাড়া প্রধানমন্ত্রী মোদী ভগবান রামের অবতার বলে জানিয়েছিলেন৷
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ জুলাই