ভ্রাম্যমাণ আদালতআমতলীতে চার জুয়াড়ীর জেল
আমতলীতে চার জুয়াড়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার।
মঙ্গলবার (২৪ জুলাই) রাতে আদালতের ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার খাকদান এলাকার ফজলুল হক মিয়ার বাড়ীতে ৮ থেকে ১০ জনের একটি জুয়াড়ী দল জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর ফাড়ির পুলিশ অভিযান চালিয়ে হাসান হাওলাদার, নাসির মৃধা, বেল্লাল মৃধা ও বাবুল মৃধা গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। পরে ওই রাতে আমতলী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার চার জুয়াড়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।
আমতলী ভ্রাম্যমাণ আদালতের বিচারক কমলেশ মজুমদার বলেন, চার জুয়াড়ীর প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৫ জুলাই
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)