৪ জেলে জিম্মিমুক্তিপণের শর্তে ১২ জেলেকে ফেরত
ঝড়ের কবল থেকে নিরাপদে আশ্রয় নিতে এসে জলদস্যূদের কবলে পড়েছে এফবি মা-মনি ট্রলারসহ ১৬ জেলে। অপহরণের ২দিন পর সোমবার ৪ জেলেকে জিম্মি করে মুক্তিপণের শর্তে ১২ জেলেকে ছেড়ে দেয় জলদস্যু বাহিনী।
গত ২১ জুলাই শনিবার সুন্দরবনের আরপাঙ্গাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার বিকেলে ফিরে আসা জেলে আরিফ এর বরাত দিয়ে বগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী পাথরঘাটা নিউজকে জানান, বাগেরহাটের মোড়লগঞ্জের এফবি মা-মনি ট্রলারের জেলেরা ঝড়ের কবল থেকে সুন্দরবনের আরপাঙ্গাশিয়া এলাকায় নিরাপদে আশ্রয় নিলে সুন্দরবনের জলদস্যূবাহিনী ট্রলারসহ ১৬ জেলেকে অপহরণ করে। দুদিন পর ৪ জেলে আ. খালেক, মো. শাহিন, শাহারুন মোল¬া ও আ. ওহাব আলী খানকে মুক্তিপণ দিয়ে ফেরত নেওয়ার জন্য ১২ জেলেকে ছেড়ে দেয়। তবে মুক্তিপণের পরিমাণ এবং জলদস্যূ বাহিনীর নাম জানায়নি তারা।
এ বিষয় কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. মাহমুদ পাথরঘাটা নিউজকে বলেন, জিম্মি ট্রলার ও জেলেদের উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৩ জুলাই