পাথরঘাটার জেলের মৃত্যূ
সমুদ্রের প্রচন্ড ঝড়ের কবল থেকে রেহাই পেলেও মৃত্যূর হাত থেকে রেহাই পায়নি মো. হারুন মিয়া (৫০) নামে এক জেলে। হারুনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামে।
রোববার (২২ জুলাই) রাত ৯টার দিকে মহিপুর ঘাটে একটি চায়ের দোকানে তার মৃত্যু হয়।
এফবি আবদুল্লাহ ট্রলারের মালিক মো. নাসির মিয়া ঘটনার সত্যতা নিশ্চৎ করে জানান, কয়েকদিন ধরে গভীর সমুদ্রে প্রচন্ড তুফান ও ঝড় থাকায় পটুয়াখালীর মহিপুর ঘাটে নিরাপদ আশ্রয় নেয় জেলেরা। রোববার রাত ৯টার দিকে মহিপুর ঘাটে একটি চায়ের দোকানে হারুন মিয়া চা পানের সময় হঠাৎ ঢলে পড়লে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যূ হয়। সোমবার তার গ্রামের বাড়ি আমড়াতলায় এনে দাফন সম্পন্ন করা হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৩ জুলাই
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)