সাগর থেকে ১৯ জেলে উদ্ধার, ৩ জেলে নিখোঁজ
পাথরঘাটা থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ফেয়ারওয়েবয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ ১৯ জেলে উদ্ধার হয়েছে।
রোববার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে ৫টি ট্রলারের জেলেরা তাদেরকে উদ্ধার করে। তবে ডুবে যাওয়া এফবি অর্ক নামে ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ জেলেরা হলো, এফবি তারেক-১ এর জেলে মো. আমির হোসেনের, এফবি আল্লারদান ট্রলারের আবু কাওছার ও বেল্লাল ফরাজি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী এ তথ্য নিশ্চিত করে পাথরঘাটা নিউজকে জানান, গভীর সমুদ্রে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে বরগুনার সদরের আশুতোষ সরকারের মালিকানা এফবি অর্ক ট্রলারটি ১৯ জেলেসহ ফেয়ারওয়েবয়া এলাকায় শনিবার বিকেল ৪টার দিকে ১৯ জেলেসহ ট্রলারটি ডুবে যায়। পরে বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন ও বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সমন্বয়ে ৫টি ট্রলার উদ্ধার অভিযান শুরু করে। বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় খুজে ফেয়ারওয়ে বয়ার ২০ বামের পশ্চিম এলাকা থেকে ভাসমান অবস্থায় তাদেরকে উদ্ধার করে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২২ জুলাই