আব্রামকে নিয়ে অপুর আবেগাপ্লুত স্ট্যাটাস
তুমি যা চাও তার সবটুকু দেওয়ার মতো সামর্থ্য হয়তো তোমার মায়ের নেই। কিন্তু তার যতটুকু ভালোবাসা আছে তার চেয়েও বেশি দেওয়ার ক্ষমতা তোমার মায়ের আছে।
উপরের আবেগমাখা এই কথাগুলো নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ১৭ জুলাই চিত্রনায়িকা অপু তার ফেসবুক পেজে ছেলে আব্রামকে নিয়ে আবেগাপ্লুত এই লেখাটি পোস্ট করেন।
ফেসবুকে শেয়ার করা লেখাটির সঙ্গে মা-ছেলের একই রঙের চেক শার্ট পরা একটি সেলফি অপু তার ওই ফেসবুক পেজে পোস্ট করেন।
ছবিটিতে দেখা যায়, অপুর নজর ক্যামেরার দিকে, অন্যদিকে অবাক চোখে তারকা মায়ের দিকে তাকিয়ে আছে অবুঝ ছেলে আব্রাম।
জনপ্রিয় অভিনেত্রী অপুর একমাত্র ছেলের নাম আব্রাম খান জয়। ছোট্ট আব্রামের বয়স এখন এক বছর ১০ মাস।মায়ের সঙ্গেই হেসে-খেলে বড় হচ্ছে আদরে মাখা আব্রাম।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২১ জুলাই
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)