পাথরঘাটায় ৪ ছিনতাইকারীর জেল, ৩জনকে জরিমানা (ভিডিও সহ)

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১৯ জুলাই ২০১৮

৪ ছিনতাইকারীর জেল, ৩জনকে জরিমানাপাথরঘাটায় চিংড়ি মাছের পোনাসহ ৬ ছিনতাইকারীর মধ্যে ৪জনকে ৫ দিনের জেল ও বাকি ৩জনকে জরিমানা করে পাথরঘাটার নতুন বাজার খালে ১ লাখ ১৯ হাজার পোনা অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপরে পাথরঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলো, বরগুনা সদর ইউনিয়নের নিজাম উদ্দিনের ছেলে মো. সাগর (২৩), আইউব আলীর ছেলে আল-আমিন (২৩) আ. গণির ছেলে সোহাগ (২৩) সফিজ উদ্দিনের ছেলে মো.মনির (২৭)। এছাড়া সফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের (৩০) পায়ে সমস্যা এবং দুলাল মৃধার ছেলে মো. জাহিদের (১৫) বয়স কম হওয়া ও পাথরঘাটা উপজেলার নতুন বাজার এলাকার কাঞ্চন মিয়ার ছেলে আ. জলিলকে (২৭) ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ছিনতাইকারীরা পাথরঘাটা নিউজকে জানায়, পটুয়াখালীর কলাপাড়া থানার হাজীপুর এলাকার মৎস্য ব্যবসায়ী ইউনুছ তালুকদার ও অলির পোনা মাছ ৬টি ড্রামে নিয়ে আসার পথে বরগুনার ইটবাড়িয়া এলাকা থেকে ছিনতাইকারীরা ছিনতাই করে পাথরঘাটার লিটন ও কাসেমের আড়তে বিক্রি করে ড্রাম নদীতে ফেলে দেয়।

স্থানীয় মাছ ব্যবসায়ী মো. হারুন ও আ. জলিল পাথরঘাটা নিউজকে জানান, বিক্রির সময় ছিনতাইকারীদের দেখে সন্দেহ হলে প্রশাসনকে খবর দিলে ইউএনও, পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে এসে তাদেরকে আটক করে। ছিনতাইকারীদের সাথে ৩টি ন¤¦রবিহীন মোটরসাইকেল ছিল এবং ছিনতাইকারীরা এসব কাজ করে থাকেন বলে দাবি করেন তারা।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনএও) মো. হুমায়ুন কবির পাথরঘাটা নিউজকে জানান, ৭জনকে জেল-জরিমানা করে পোনাগুলো অবমুক্ত করা হয়েছে।


পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৯ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)