পাথরঘাটায় ডাকাতের ঘরে চুরি!
পাথরঘাটা নিউজ ডেস্কঃ
ডাকাতি মামলার আসামীকে পুলিশের হয়রানী ও মামলা থেকে অব্যহতি দেয়ার জন্য ‘চোরের উপর বাটপারির’ মতো ঘটনা ঘটেছে।
সম্প্রতি পাথরঘাটার কালমেঘায় তিন বাড়িতে ডাকাতির মামলায় গ্রেফতারকৃত আসামী মো. জসিমের স্ত্রীর পাখি বেগমের কাছ থেকে দুই কিস্তিতে ১ লাখ টাকা নেয় প্রতারক নুর মিয়া।
পরে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নুর মিয়াকে আটক করে পুলিশ।
হাজতে থাকা আসামী জসিমের স্ত্রী পাখি বেগম পাথরঘাটা নিউজকে জানান, কালমেঘায় তিন বাড়িতে ডাকাতির ঘটনায় তার স্বামীকে পুলিশ আটকের পর জেল হাজতে পাঠায়। ২ লাখ টাকা চুক্তিতে ডাকাতির মামলা থেকে অব্যহতি দেয়া, পুলিশী নির্যাতন, হয়রানী ও পুলিশকে ম্যানেজ করার জন্য গ্রেফতারের দুইদিন পর দুই কিস্তিতে ১ লাখ টাকা নেয় একই গ্রামের মৃত আ.ছোমেদের ছেলে নুর মিয়া। বাকি টাকা বারবার চাইলে তাদের সন্দেহ হলে পুলিশকে খবর দিলে পুলিশ নুর মিয়াকে আটক করে।
পুলিশের নাম ভাঙ্গিয়ে প্রতারণা করছে এমন দাবি করে পাথরঘাটা থানা ওসি মোল্লা মো. খবীর আহম্মেদ পাথরঘাটা নিউজকে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুর মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পুর্বে একটি মারামারি মামলাও রয়েছে। জসিমের স্ত্রী পাখি বেগম নুর মিয়ার বিরুদ্ধে প্রতারণা মামলা করে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ মার্চ