বঙ্গোপসাগরে ট্রলারডুবি : একজনের মৃত্যু
পটুয়াখালীর মহিপুর-সংলগ্ন বঙ্গোপসাগরে প্রচণ্ড ঢেউয়ের কবলে পরে একটি মাছ ধরার ফিশিং ট্রলার ডুবে গেছে। এতে মিজানুর রহমান (২৭) নামের এক জেলে প্রাণ হারিয়েছেন।
এসময় ট্রলারে থাকা অন্য ৭ জেলেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে মহিপুর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ ধরা অবস্থায় প্রচণ্ড ঢেউয়ের কবলে পরে ট্রলারডুবির এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান রাঙ্গাবালী উপজেলার গহিনখালী গ্রামের মৃত মোকলেছুর রহমান হাওলাদারের ছেলে।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মিলন কৃষ্ণ মিত্র জানান, বঙ্গোপসাগরে প্রচণ্ড ঢেউয়ের কবলে পরে এফবি ইব্রহিম নামের একটি মাছ ধরার ট্রলার ৮ জেলেসহ ডুবে যায়। দূর থেকে অন্য একটি ট্রলারের লোকজন দেখতে পেয়ে তাদেরকে উদ্ধারের জন্য ছুটে আসে। এসময় সাত জনকে আহত ও একজনকে নিহত অবস্থায় সাগর থেকে উদ্ধার করে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৮ জুলাই