পাথরঘাটায় জোয়ারের পানি বন্দি চারশ ঘরবাড়ি
পাথরঘাটায় জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে একরাতে মাছের ঘেরসহ ৪শ পরিবার পানিতে তলিয়ে গেছে।
সোমবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামে রিংবাঁধ বেঙ্গে এ ঘটনা ঘটে। এসব ঘরবাড়ি গুলোর সকল মালামাল পনিতে ভাসিয়ে নিয়ে গেছে। গবাদি পশুও মারা গেছে। মাছের ঘের তলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্থ পরিবার গুলো এখন অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে।
ক্ষতিগ্রস্থ পরিবারের অভিভাবকের মধ্যে কয়েকজন এসমাইল, আইউব আলী, নুর আলম, আউয়াল, পনু মিয়া, আলী আহমেদসহ অনেকে পাথরঘাটা নিউজকে জানান, চরলাঠিমার বেরিবাধেঁর বাহিরে প্রায় ৪শ পরিবার ২৫ বছর ধরে বসবাস করে। এরা সবাই জেলে, এদের বসবাসের কারনে প্রকৃতি দুর্যোগ থেকে নিরাপত্তার জন্য হরিণঘাটা জঙ্গলের পাশ দিয়ে সরকারি ভাবে রিংবাঁধ নির্মান করা হয়। দুর্যোগপুর্ন আবহাওয়ার কারনে সাগরে পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারের পানিতে দির্ঘ দিনের পুরানো বাঁধটি বেঙ্গে এলাকা প্লাবিত হয়। গভীর রাতে লোকজন গুমিয়ে থাকায় হঠাৎ করে প্লাবিত হওয়ায় রাতে লোকজন ছুটাছুটি করে নিরাপদ আশ্রয় নিলেও তাদের ঘরের মধ্যের কোন মালামাল রক্ষা করতে পারেনি। তা ছাড়া এসমাইলের বাড়ির সামনে দিয়ে রিংবাধ ভেঙ্গে যাওয়া তার ঘরবাড়ি নদীতে ভাসিয়ে নিয়ে গেছে, শতাধীক হাস মুরগীও মারা গেছে।
মাছের ঘের মালিক পনু মিয়া, নুরআলম পাথরঘাটা নিউজকে জানান, সোমবার দিবাগত রাতে রিংবাঁধ বেঙ্গে ছোটবড় অর্ধ শতাধীক মাছের ঘের তলিয়ে বিভিন্ন ধরনে মাছ সাগরের জলে ভেসে গেছে। তারা দাবী করেন ৪৭টি ঘের তলিয়ে মালিকদের ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো তাদের বন্যা সুরক্ষা রিংবাঁধটি সংস্কারের জন্য দাবী জানান।
পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান ও স্থানীয় সাবেক মেম্বর হালিম ঘটনার সত্যতা স্বীকার করে পাথরঘাটা নিউজকে বলেন, ওই এলাকা প্লাবিত হওয়ার কারনে সকলের ঘর পানিতে তলিয়ে গেছে। কারও ঘরের চুলা জালানোর মতো ক্ষমতা নেই। অনেকে অর্ধাহারে অনাহারে আছে। বিষয়টি উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা চেয়াম্যানকে জানানো হয়েছে।
এব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির পাথরঘাটা নিউজকে জানান, আমি খবর পেয়ে তাৎক্ষনিক সদর ইউনিয়নের চেয়ারম্যানকে নিয়ে ঘটনা স্থলে গিয়েছিলাম। আমরা সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্থদের সর্বচ্চ সহযোগিতা করব।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৮ জুলাই