পাথরঘাটায় শুকরের কামড়ে ৮জন আহত, এলাকায় আতঙ্ক

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৭ জুলাই ২০১৮

ফাইল ফটোবরগুনার পাথরঘাটা উপজেলায় বণ্য শুকরের কামড়ে ৮জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার চরদুয়ানী বাজারে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মো. গোলাম রসুল (৩৫) তার মেয়ে সুমাইয়া (১২), মো. জাহিদ (১১), ছগির হোসেন (৪০) ও সুকুমার (২৮) এর নাম জানা গেছে।

প্রত্যদর্শী মো. আতিকুর রহমান ও আহতরা পাথরঘাটা নিউজকে জানান, দিন মজুর গোলাম রসুলকে চরদুয়ানী লঞ্চঘাট এলাকা থেকে হঠাৎ বণ্য শুকর কামড় দেয়, এ সময় চরদুয়ানী খাল সাতরিয়ে ওপাড়ে উঠলে পিছন থেকে শুকরটি গোলাম রসুলকে ধাওয়া করে। পরে খালের ওপারে থাকা গোলাম রসুলের মেয়ে চিৎকার শুনে সামনের দিকে এগিয়ে আসলে মেয়ে সুমাইয়াকেও কামড় দেয়। বাবা-মেয়ের চিৎকার শুনে প্রতিবেশী ১১ বছরের মো. জাহিদ এগিয়ে আসলে তাকেও কামড় দেয়। প্রত্যেকের পায়ে ও হাতে শুকরের কামড় রয়েছে। তাৎনিক এলাকাবাসির সহযোগিতায় চরদুয়ানী বাজারে গ্রাম্য চিকিৎসক গোলাম মোস্তফা ও উত্তম কুমারের নিকট নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে গ্রাম্য চিকিৎসক গোলাম মোস্তফা পাথরঘাটা নিউজকে বলেন, প্রত্যেকের শরীরের বিভিন্ন জায়গায় শুকরের কামড় রয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে উন্নত চিকিৎসার পরামর্শ দেয়া হয়েছে।

এ বিষয় পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুর রহমান আকন পাথরঘাটা নিউজকে বলেন, আমি বামনায় সমন্বয় কমিটির সভায় আছি। এখন পর্যন্ত এ খবর আমাকে কেউ জানায়নি। তবে খোজ খবর নিচ্ছি।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৭ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)