আমতলীতে স্বাস্থ্য সেবা দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা
আমতলীতে পরিকমল্পনা কার্যালয়ের পরিবার পরিদর্শক ও সহকারী পরিদর্শকদের নিয়ে এনএসএস প্রশিক্ষন কেন্দ্রে যুব ও কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবা বিষয়ক দক্ষতাবৃদ্ধি মূলক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আওতায় নারী পক্ষ এ কর্মশালার আয়োজন করে।
সোমবার (১৬ জুলাই) সকাল ১০টায় দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সামিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আলমগীর হোসাইন। কর্মশালায় বক্তব্য রাখেন এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা ও ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের উর্ধতন প্রকল্প কর্মকর্তা মাকসুদা খানম প্রমুখ। কর্মশালায় অংশগ্রহন কারীরা কিশোর কিশোরী এবং যুবকদের স্বাস্থ্য বিষয়ে সচেতনা বৃদ্ধির জন্য বাড়ি পরিদর্শন এবং উঠান বৈঠক করবেন বলে অঙ্গীকার করেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৬ জুলাই