আগৈলঝাড়ায় ৫ জনের অত্মহত্যার চেষ্টা
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গলায় ফাঁস ও বিষপানে পাঁচ জন আত্মহত্যার চেষ্টা করে। সবাইকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (১৪ জুলাই) রাতে উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের ভ্যান চালক আঃ কাদের সরদারের স্ত্রী ও সাত সন্তানের জননী মিনারা বেগম (৩৬) পারিবারিক অশান্তির কারণে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় ছোট ছেলে দেখে ফেলায় চিৎকার দিলে বাড়ির লোকজন মুমুর্ষ অবস্থায় মিনারা বেগমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে প্রেম ও পারিবারিক কলহের কারণে উপজেলার একই ইউনিয়নের সোমাইপার গ্রামের কালাম বাহাদুরের মেয়ে কেয়া বাহাদুর (১৫), জোবারপাড় গ্রামের অনুপ হালদারের স্ত্রী পান্না রায় (২১), গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের কিনাই সরদারের ছেলে বেল্লাল সরদার (২০) ও রামশীল গ্রামের সদানন্দ রায়ের স্ত্রী সমাপ্তি রায় (২০) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।
আত্মহত্যার চেষ্টাকারী পাঁচজনই উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৫ জুলাই