তালতলীতে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
তালতলীতে জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হানিফ অবশেষে মারা গেছে।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পর শনিবার (১৪ জুলাই) ৩টার দিকে নিজ বাড়িতেই তিনি মারা যান।
জানা গেছে, উপজেলার চামোপাড়া গ্রামের ইঙ্গুল হাওলাদার ও ছাদেম আলীর সঙ্গে জমি নিয়ে ২৪ মার্চ সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের মধ্যে ১৩ জন আহত হয়। ইঙ্গুল হাওলাদারের পক্ষে গুরুতর আহত হানিফকে রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার হানিফের অবস্থা আশংকা দেখে পরদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে হানিফকে ১৪ দিন চিকিৎসার পর অর্থাভাবে বাড়ি নিয়ে আসে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৫ জুলাই
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)