আদালতের নিষেধাজ্ঞা অমান্যনলছিটিতে মুক্তিযোদ্ধার জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১৫ জুলাই ২০১৮

মুক্তিযোদ্ধার জমি দখলঝালকাঠির নলছিটি উপজেলার পশ্চিম কামদেবপুর গ্রামে মুক্তিযোদ্ধার জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও রাতের আঁধারে ভবন নির্মাণের কাজ করছেন প্রতিপক্ষ। অসহায় মুক্তিযোদ্ধার সন্তানরা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলছিটি থানায় অভিযোগ দিয়েছেন। এরপরও কাজ বন্ধ করছেন না প্রভাবশালী প্রতিপক্ষ। মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ শরীফ মারা যাওয়ার পর পশ্চিম কামদেবপুর গ্রামের ১৪ শতাংশ জমি তার সন্তানরা ভোগদখল করে আসছিলেন। জমি নিয়ে প্রতিপক্ষ মো. সাহেব আলী শরীফের সঙ্গে বিরোধ চলছিল। জমি দখলে নেয়ার জন্য বেশকয়েক দফায় চেষ্টা করেন সাহেব আলী শরীফ। ২২ জুন সকালে তিনি লোকজন নিয়ে জমির মাটি কেটে ভবন নির্মাণের কাজ শুরু করেন।

খবর পেয়ে মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ শরীফের ছেলে মো. জাহাঙ্গীর শরীফ গিয়ে নির্মাণ কাজে বাধা দিলে তাকে হত্যা করার হুমকি দেন প্রতিপক্ষ। পুলিশ গিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও তারা শুনছে না। এ অবস্থায় ৮ জুলাই ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জাহাঙ্গীর শরীফ বাদী হয়ে মামলা করেন। আদালত শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। নলছিটি থানা পুলিশ দুই পক্ষের কাছে আদালতের আদেশ নোটিশ দিয়ে পৌঁছে দেয়। কোনো নির্দেশই মানছেন না ভবন নির্মাণকারীরা। তারা আদালতের নির্দেশ উপেক্ষা করে রাতের আঁধারে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে জানতে চাইলে সাহেব আলী শরীফ বলেন, আমাদের জমিতে আমরা ভবন নির্মাণের কাজ করছিলাম। আদালতের নির্দেশ পেয়ে কাজ বন্ধ রেখেছি, রাতে বা দিনে কোনো সময়ই কাজ করা হচ্ছে না।(যুগান্তর)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৫ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)