সভাপতি বুলেট ও সাধারণ সম্পাদক সাঈদকুয়াকাটা প্রেসক্লাবের কমিটি গঠন
কুয়াকাটা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক কমিটি গঠনে নির্বাচন সম্পন্ন হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে এ.এম. মিজানুর রহমান বুলেট নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণের আগমুহূর্তে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুমান ইমতিয়াজ তুষার নির্বাচন থেকে সরে দাঁড়াবার ঘোষণা দেওয়ায় বুলেটকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
শনিবার (১৪ জুলাই) সকাল ১০টায় সময় কুয়াকাটা প্রেসক্লাবে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়।
এসময় সাধারণ সম্পাদক পদে কাজী সাঈদ এবং সিনিয়র সহ সভাপতি পদে বাবু অনন্ত কুমার মুখার্জী প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। ১৭ জন ভোটার ভোটদানে অংশগ্রহণ করেন। সাধারণ সম্পাদক হিসেবে কাজী সাঈদ ১১ (এগারো) ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান ৫ (পাঁচ) ভোট পেয়েছেন। একই সাথে সিনিয়র সহ সভাপতি পদে অনন্ত কুমার মুখার্জী ১০ (দশ) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব কুদ্দুস মাহমুদ পেয়েছেন ৭ (সাত) ভোট।
অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ সভাপতি শেখ ইসাহাক আলী, সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, অর্থ সম্পাদক মো. সাইদুর রহমান, দপ্তর সম্পাদক মো. জাহিদুল ইসলাম বেলাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম. জাকির হোসাইন, নির্বাহী সদস্য এম.এ. মান্নান ও হোসাইন আমির।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ জুলাই