পাথরঘাটায় ভুল চিকিৎসায় প্রসূতি রোগির মৃত্যূর অভিযোগ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১০:০২ এএম, ১৪ জুলাই ২০১৮ | আপডেট: ০১:৩৩ পিএম, ১৪ জুলাই ২০১৮

ভুল চিকিৎসায় প্রসূতি রোগির মৃত্যূর অভিযোগপাথরঘাটায় বেসরকারী ক্লিনিকে ভুল চিকিৎসায় সিজারের সময় প্রসূতি মোসা. সালমা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যূর অভিযোগ উঠেছে।

শনিবার (১৪জুলাই) রাত ২টার দিকে পাথরঘাটা সৌদী প্রবাসি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। মৃত্যূর খবর শুনে আত্মীয় স¦জন এবং এলাকাবাসি সৌদী প্রবাসি ক্লিনিক ঘেরাও করে রেখেছেন। ক্লিনিক কর্তৃপক্ষ এবং চিকিৎসক ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

সালমা বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের শিকারী পাড়া গ্রামের মো. মনির হোসেনের স্ত্রী ও পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের বড় পাথরঘাটা গ্রামের হানিফা মেয়ে।

মৃত সালমা বেগমের স¦ামী মো.মনির পাথরঘাটা নিউজকে জানান, আসমা বেগমের প্রসব জনিত ব্যাথা অনুভব হলে পাথরঘাটা সৌদী প্রবাসি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষ শেষে রাত অনুমান দেড়টার দিকে চিকিৎসক রুনা রহমান অপারেশন থিয়েটারে নিয়ে সিজান করান। ঘন্টা খানিক পর অপরাশেন থিয়েটার থেকে বের করে সালমার হাইপ্রেসার বলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশালে যেতে বলে। তাৎক্ষনিক অ্যা¤¦ুলেন্স যোগে পাথরঘাটা উপজেলা স¦াস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আনোয়ার উল্যাহর কাছে রোগির সবশেষ অবস্থা পরীক্ষার জন্য গেলে তিনি সালমাকে মৃত্যূ ঘোষনা করেন এবং বলেন, আরও ১ থেকে দেড় ঘন্টা আগে মারা গেছে।

সালমার স¦ামী মো. মনির হোসেন পাথরঘাটা নিউজকে বলেন, ডাক্তারের ভুল চিকিৎসা এবং অবহেলার কারণেই আমার স্ত্রী মারা গেছে। সিজার করেই ডাক্তার ও ক্লিনিকের মালিক দ্রুত পালিয়ে গেছে। আমি এর বিচার চাই।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ পাথরঘাটা নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)