শনিবার হজযাত্রীদের সৌদি যাওয়া শুরু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:১০ পিএম, ১৩ জুলাই ২০১৮

শনিবার থেকে হজযাত্রীদের সৌদি যাওয়া শুরুপ্রতি বছরের ন্যায় হজ পালনের জন্য সারাবিশ্ব থেকে মুসলমানরা এবারও সৌদি যাচ্ছেন।

জানা গেছে, শনিবার থেকে হজযাত্রীরা সৌদি আরবে যাওয়া শুরু করবেন।

সবার আগে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের হজযাত্রীরা সৌদি পৌঁছবেন বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে। হজ ও ওমরাহ পালনের উদ্দেশ্যে বাংলাদেশি হজযাত্রীরা বিমানে করে বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করবেন।

অন্যদিকে নয়াদিল্ল থেকে সৌদি আরবের বিমানে করে ভারতের হজযাত্রী এবং করাচি থেকে পাকিস্তানের বিমানে মদীনার প্রিন্স মুহাম্মদ বিমানবন্দরে অবতরণ করবেন পাকিস্তানের হজযাত্রীরা।

সৌদি কর্তৃপক্ষ এবং ওই তিন দেশের হজযাত্রীদের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, হজযাত্রীদের সাদর সম্ভাষণ জানানোর জন্য বিমানবন্দরগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এছাড়া সারাবিশ্বের হজযাত্রীদের সাদরে গ্রহণ করার প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে সৌদি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ছয় হাজার ৭২টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদিতে যাবেন। তার মধ্যে তিন হাজার তিনশ ৮৩ ফ্লাইটের অবতরণ হবে জেদ্দাতে এবং অন্য দুই হাজার ছয়শ ৮৯ ফ্লাইটের অবতরণ হবে মদীনায়।(সূত্রঃ কালের কন্ঠ)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৩ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)