বরিশাল কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু
বরিশাল কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত ওই হাজতির নাম বনি আমিন (৩৫)।
বুধবার (১১ জুলাই) দিবাগত রাত সোয়া ৯টার দিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনিরুল ইসলামের ভাষ্যমতে, হাজতি বনি আমিন টিবি রোগে আক্রান্ত ছিলেন। গত ৩০ জুন কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১২ জুলাই
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)