রাজাপুরে মাদক বিরোধী অভিযানে আটক ৪
ঝালকাঠির রাজাপুরে ও কাঠালিয়ায় র্যাব ও ডিবি পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ৬ মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (৯ জুলাই) রাতে উপজেলার কানুদাশকাঠি, সাতুরিয়া ও পশ্চিম চর ইন্দ্রপাশা গ্রাম থেক তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, কানুদাসকাঠি গ্রামের সুলতান হাওলাদারের ছেলে আমীর হোসেন (৩৭), নলবুনিয়া গ্রামের মৃত মোতালেব তালুকদারের ছেলে রুবেল তালুকদার (২৮), বাগড়ি গ্রামের সবুজ সিকদারের ছেলে আশিকুর রহমান (২১) ও পশ্চিম চর ইন্দ্রপাশা গ্রামের ফারুক আলমের ছেলে খাইরুল ইসলাম রকি (২২) এক্স কাঁঠালিয়া উপজেলা থেকে এরশাদ হাওলাদারকে (১৯) ।
পুলিশ জানায়, আমীর হোসেনকে ২২৭ পিস ইয়াবাসহ, রুবেল তালুকদারকে ২০০ পিস ইয়াবাসহ র্যাব-৬ খুলানা এবং আশিকুর রহমান, খাইরুল ইসলাম রকিকে ২ পিস ইয়াবা ও এরশাদ হাওলাদারকে ৫ পিচ ইয়াবাসহ ঝালকাঠি ডিবি পুলিশ আটক করে র্যাব ও ডিবি বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক ৩টি মামলা দায়ের করেছেন।
তাদের বিরুদ্ধেও পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১১ জুলাই