পাথরঘাটায় ৬ মাসেও গ্রেফতার হয়নি ছাত্রদল নেতা আসাদুলের হত্যাকারী

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১১ জুলাই ২০১৮

ছাত্রদল নেতা আসাদুলপাথরঘাটায় ছাত্রদল নেতা আসাদুলের হত্যার ৬মাস অতিবাহিত হলেও মুল আসামী আতুর সোহাগ ও তার সহযোগী রুবেলকে আটক করতে পারেনি পুলিশ। আসাদুল হত্যার পর থেকেই হত্যাকারী আতুর সোহাগ ও তার সহযোগী রুবেল গাডাকা দিয়েছে। পুলিশ এখনও কাউকে আটক করতে না পারায় আসাদুলের পরিবার থেকে ক্ষোভ প্রকাশ করে বলছেন পুলিশের অনিহার কারনে তাদেরকে আটক করছে না। এতে করে সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে চরম হতাশায় ভুগছেন তারা। অপরদিকে পাথরঘাটা থানা পুলিশ বলছে, আতুর সোহাগ ও তার সহযোগী রুবেল আত্নগোপনে থাকায় তাদেরকে আটক করা সম্বব হচ্ছে না।

এর আগে গত ২৩ ফেরুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শত্রুতার জের ধরে পৌর ছাত্রলীগের সহ-সম্পাদক মো. সোহাগ মিয়া ওরফে আতুর সোহাগ ও তার সহযোগী রুবেল কুটিয়ালসহ বেশ কয়েকজনে প্রকাশ্যে ধারালো ছুরি দিয়ে আসাদুলহকে এলোপাতাড়ি কোপায়। এতে তার ফুসফুস, কিডনি ও হৃৎপিন্ড ক্ষতিগ্রস্থ হয়। এসময় তারা আসাদুলের ডান পায়ের রগও কেটে দেয়। পরে ৯ মার্চ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে আসাদুলের ভাই মো. হাচান পাথরঘাটা নিউজকে বলেন, এতদিন পেরিয়ে গেলেও আমার ভাইয়ের হত্যাকারীকে পুলিশ কেন গ্রেফতার করছে না? এ নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আমার ভাইয়ের হত্যারীরা অধরাই থেকে যাবে? বিচার কি পাব না? আমরা পুলিশের কাছে একাধিকবার গেলেও পুলিশ কোন পদক্ষেত নিচ্ছে না।

এঘটনায় আসাদুলের বাবা মো. আলাউদ্দিন জানান, পাথরঘাটা নিউজকে তার ছেলের হত্যার ঘটনায় গত ২৩ ফেব্রুয়ারি মামলা করেন পাথরঘাটা থানায়। এঘটনায় রুবেল এর বাবা জাহাঙ্গীরকে গ্রেফতার করলে তার পর ৬মাস পেরিয়ে গেছে কিন্তু অন্য আসামীদের কাউকেই গ্রেফতার করছেনা পুলিশ। পুলিশ ইচ্ছে করলে সব পারে, আমাদেরকেও কিছু বলেনা তারা। আমরা জানতে পারছি আসামী সোহাগ ও রুবেল চট্টগ্রামে আত্নগোপনে আছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খরীর আহমেদ পাথরঘাটা নিউজকে জানান, সোহাগ ওরফে আতুর সোহাগ এর মোবাইল নম্বর পেলেও আটক করা সম্বব হত। তবে তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। চট্টগ্রামে আত্নগোপনে থাকার বিষয়ে তিনি বলেন, আমাদের কাছে নির্দিস্ট ভাবে বলতে পরলে আমরা তাদের সাথে নিয়ে গ্রেফতার অভিযানে যাব।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১১ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)