বিশ্ব সুন্নি আন্দোলনসিরিয়ায় নির্মম গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিরোধে বিশ্ব বিবেককে সোচ্চার হতে হবে

আবু জর রফি
আবু জর রফি, সাব-এডিটর
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১ মার্চ ২০১৮

---জীবন ও মানবতা রক্ষাই সর্বোচ্চ এবাদত। ধর্মের নামে অধর্ম সন্ত্রাসবাদ এবং বস্তুবাদী জাতীয়তাবাদী উগ্রবাদী একক গোষ্ঠিবাদী অপরাজনীতিই দুনিয়ার সকল খুন-জুলুম-পাশবতার মূল কারণ। তাই মানবতা বিরোধী সকল অপরাজনীতিই কারণেই সিরিয়া, আরাকান, ফিলিস্তিন, ইয়েমেন এবং দুনিয়ার সর্বত্র খুন-জুলুম-ধ্বংসের বিরুদ্ধে বিশ্ব বিবেককে সোচ্চার হতে হবে। রাজনৈতিক সীমান্তের কারণে মানবিক ভ্রাতৃত্ব¡ ও দায়িত্ব অস্বীকার করা মানবতাই অস্বীকার করা। যে কোন অজুহাতেই মানবতার সংকটে নির্বিকার থাকা অমানুষিকতা। জীবন ও মানবতার বিরুদ্ধে গেলে ধর্মের ছদ্মনামে অধর্ম হয়। বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ইমাম হায়াত এর দিক নির্দেশনায় সিরিয়া ও দুনিয়ার সব গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিরোধে বিশ্ব বিবেক সোচ্চার করার লক্ষ্যে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ ঢাকা মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তাগণ এসব কথা বলেন। এতে সভাপতিত্ব¡ করেন জনাব আরেফ সারতাজ।

বক্তাগণ দুনিয়াব্যাপী ক্রমবর্ধমান খুন-সন্ত্রাস-অরাজকতা-যুদ্ধ বিগ্রহ-ধ্বংসযজ্ঞের পিছনে ধর্মের প্রকৃত শিক্ষা ও মূল্যবোধের বিলুপ্তি এবং বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদের ভয়াবহ রাজনৈতিক উত্থানকে দায়ী করে এ বিষয়ে সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, একক গোষ্ঠিবাদি স্বৈরদস্যুতামুক্ত সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থা ও সর্বজনীন মানবাধিকার ভিত্তিক মুক্ত জীবনের অখণ্ড বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত ব্যতীত মানবতা বিধ্বংসী অপরাজনীতির বিনাশী গ্রাস থেকে মুক্তির কোন পথ নেই।