কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ৯ জুলাই ২০১৮

কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগঝালকাঠি সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের এক ছত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (৯ জুলাই) এঘটনায় ওই ছাত্রীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটে মিশুক মীরা পালিয়ে যায়। এঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানিয়েছে, ওই কলেজছাত্রী প্রাইভেট পড়িয়ে বাসায় ফেরার সময় সদর উপজেলার পশ্চিম বিন্নাপাড়া গ্রামের আফজাল মীরার ছেলে শ্রমিক মিশুক মীরা (২৪) তার পথ রোধ করে। পশ্চিম বিন্নাপাড়া গ্রামের মল্লিক বাড়ির পূর্ব পাশে নিয়ে গামছা পেঁচিয়ে ঝাপটে ধরে শ্লীলতাহানি করে।

স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে, মিশুক মীরা বখাটে প্রকৃতির লোক। তার বিরুদ্ধে মেয়েদের উত্যক্ত করার বেশ কিছু অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে মিশুক মীরা পলাতক থাকায় একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এব্যাপারে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহাম্মুদ হাসান বলেন, মেয়ের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৯ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)