সুন্দরবন থেকে হরিণ ও বন্দুকসহ আটক ২
সুন্দরবন থেকে অস্ত্র এ হরিণসহ দুইজনকে আটক করা হয়েছে।
রবিবার (৮ জুলাই) গভীর রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মেঘনা চর-ফিরিঙ্গি এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক ও তিনটি হরিণসহ হরিণ শিকারের কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।
এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা চর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পানিতে লাফিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জব্দ করা চোরাশিকারীদের নৌকা তল্লাশি করে তিনটি একনলা বন্দুক ও তিনটি জবাই করা হরিণ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশের অভিযান চলাকালে কোস্টগার্ড ও বন বিভাগের দুটি দলও সেখানে যায়। তারা সেখানে গেলে পুলিশ তাদের সিজার লিস্ট দেখায়। এদিকে দায়িত্বশীল সূত্র জানায়, বন্দুক ও হরিণসহ দুইজনকে আটক করা হলেও পালিয়ে গেছে শীর্ষ হরিণ শিকারী সাত্তার মোড়লসহ তার সহযোগীরা। সেখানে পুলিশের উপস্থিতিতেই হরিণ শিকার করছিলো সাত্তার মোড়ল।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৯ জুলাই