আজ শপথ নেবেন এরদোগান ; শুরু হচ্ছে এক নতুন যুগ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:১৬ এএম, ৯ জুলাই ২০১৮

ফাইল ছবি

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে আজ শপথ নেবেন দেশটির জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতা রজব তাইয়্যেব এরদোগান। জাতীয় সংসদে তার শপথ অনুষ্ঠিত হবে।এর মধ্যদিয়ে দেশটিতে আনুষ্ঠানিকভাবে পরিপূর্ণ প্রেসিডেনশিয়াল ব্যবস্থা চালু হবে। গত ২৪ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে ৫২ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন এরদোগান।

২০১৪ সাল থেকেই তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তবে প্রথম মেয়াদের সঙ্গে দ্বিতীয় মেয়াদের বিস্তর তফাৎ রয়েছে। নতুন মেয়াদে এর্দোগান পেয়েছেন নিরঙ্কুশ নির্বাহী ক্ষমতা।গত বছর অনুষ্ঠিত এক গণভোটে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর পক্ষে রায় দেয় দেশটির জনগণ। এর ফলে তুরস্কে আর প্রধানমন্ত্রীর পদ থাকছে না। প্রেসিডেন্ট নিজেই মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন করবেন।এ ক্ষেত্রে সংসদেরও অনুমতি লাগবে না। তিনি চাইলেই যেকোনো সময় যে কাউকে মন্ত্রী হিসেবে নিয়োগ বা বরখাস্ত করতে পারবেন। এছাড়া আরও অনেক ক্ষমতা ভোগ করবেন তিনি। এর আগে যেসব ক্ষমতা প্রেসিডেন্টের ছিল না।গতকাল এরদোগান জানিয়েছেন, আগামীকাল শপথ নেয়ার পর রাত নয়টায় মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন তিনি। আগামী শুক্রবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসবে বলেও তিনি ঘোষণা করেছেন।

এরদোগান বলেছেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তুরস্ক এক নতুন যুগে প্রবেশ করবে। তবে তার এই নতুন যুগ নিয়ে উদ্বেগে রয়েছে দেশটির বিরোধী দলগুলো। তারা বলছে, নিরঙ্কুশ নির্বাহী ক্ষমতার অধিকারী হওয়ায় এর্দোগান ক্রমেই স্বৈরশাসকে পরিণত হতে পারেন।তুরস্কের উন্নয়নের নতুন যুগের সূচনা করবেন এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, তার শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের উন্নয়নের একটি নতুন যুগের সূচনা করবে এবং প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় অবদান রাখবে। শনিবার ক্ষমতাসীন জাস্টিজ এন্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) এমপিদের বৈঠকে এরদোগান এসব কথা বলেন।

এরদোগান বলেন, ‘সোমবার তুরস্কের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশের উন্নয়নের একটি নতুন যুগের সূচনা করবে। আমরা উল্লেখযোগ্যভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, আমাদের অর্থনীতির কাঠামোগত সমস্যার সমাধান করব এবং বহির্মুখী ঘাটতি থেকে শুরু করে মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হার ইত্যাদি সমস্যার সমাধানে মনোযোগ দেব।’

তুরস্কের পার্লামেন্টে এই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যায় প্রেসিডেন্সিয়াল প্রাসাদে ২২টি দেশের রাষ্ট্রপ্রধান এবং ১৭ দেশের সরকার প্রধান, ভাইস-প্রেসিডেন্ট ও স্পিকারদের অংশগ্রহণে একটি বিশাল সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হবে। অভ্যর্থনা অনুষ্ঠানের পর তিনি তার মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

পাথরঘাটা নিউজ/এসএ এ/৮ই জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)