মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জাকির নায়েকের পাশে দাঁড়ালেন!

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ৮ জুলাই ২০১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জাকির নায়েকের পাশে দাঁড়ালেন!বিতর্কিত ধর্মীয় প্রচারক জাকির নায়েকের সঙ্গে দেখা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ভারতের হাতে জাকির নায়েককে প্রত্যর্পণের আর্জি জানানো হলে সেই আর্জি খারিজ করে দেয় মালয়েশিয়া।

জাকির নায়েককে ভারতে পাঠানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন খোদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি জানান, জাকির মালয়েশিয়ায় আসার পর কোনও সমস্যা তৈরি হয়নি। তাই তাকে এদেশে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয়েছে বলে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানান তিনি। এরপরেই শনিবার বিতর্কিত এই ধর্ম প্রচারকের সঙ্গে দেখা করেন মাহাথির মোহাম্মদ। স্থানীয় সংবাদ মাধ্যমেও দুজনের একত্রে ছবি দেখা যায়।

প্রসঙ্গত, গত বছর ঢাকায় ভয়াবহ গুলশন জঙ্গি হামলার পরই এই বিতর্কিত ধর্মপ্রচারককে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকারও। হোলি আর্টিজান ক্যাফে হামলার পরই উঠে আসে, হামলাকারী জঙ্গিরা জাকির নায়েকের উত্তেজিত ভাষণে অনুপ্রানিত হয়েই গণহত্যা চালিয়েছিল। তদন্তে উঠে আসে গুলশন হামলার ঠিক আগেই ভারত ছাড়ে জাকির নায়েক।

এদিকে, পলাতক ধর্মীয় প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে চার্জশিট জাখিল করে এনআইএ। ৫৮ পাতার এই চার্জশিটে বলা হয়,এই মুসলিম প্রচারকের উত্তেজিত ধর্মীয় ভাষণে বহু যুবক জঙ্গিবাদে আকৃষ্ট হয়েছে। মুম্বাই নিবাসী জাকির নায়েক দেশছাড়া। তার বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনেছে জাতীয় তদন্তকারী সংস্থা।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তওফিক ইমাম এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, জাকির নায়েক সংক্রান্ত কোনও তথ্য তাদের কাছে এলে ভারতকে সেই বিষয়ে অবগত করা হবে, কারণ এই ধরণের বিষয়ে দুই দেশ একে অপরকে সাহায্য করতে চুক্তিবদ্ধ।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)