মিঠুনের ছেলের বিয়ে পুলিশী হানায় ভাঙলো
এক মহিলাকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় জামিন পেলেও, মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় ওরফে মিমোর বিয়ে বাতিল হয়ে গেল। তামিলনাড়ুর নীলগিরি জেলার উধগমন্ডলমে (উটি) মিঠুনের হোটেলেই এই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সেখানেই চলে আসে পুলিশ।
এদিনই ওই ধর্ষণ ও জালিয়াতির মামলায় মিঠুনের স্ত্রী যোগিতা বালি ও ছেলে মিমোর আগাম জামিন মঞ্জুর করে দিল্লির একটি আদালত। পুলিশ সূত্রে সংবাদ মাধ্যমের খবর, পুলিশ উটির হোটেলে হানা দেয়ার পরই কনেপক্ষ হোটেল ছেড়ে চলে যায়।
গত বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট মিমো ও যোগিতা বালিকে আগাম জামিন দিতে অস্বীকার করে। ফলে ওই দুজনের গ্রেফতার একপ্রকার অবশ্যম্ভাবী ছিল।
এদিকে, জামিন অগ্রাহ্য হওয়ার পরই তারা দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেন। তার পরেই শনিবার তাদের জামিন মঞ্জুর করেন বিচারপতি আশুতোষ কুমার।
উল্লেখ, সম্প্রতি একটি মহিলা অভিযোগ করেন, তার সাথে প্রায় চার বছর ধরে শারীরিক সম্পর্ক ছিল এই মিমোর। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ওই মহিলা যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, তখন তাকে কয়েকটি ওষুধ দেন মিমো। সেই ওষুধ খাওয়ার পর তার গর্ভপাত হয়ে যায়। মিঠুনের স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধে ওই মহিলার অভিযোগ, ছেলের সঙ্গে সম্পর্ক রাখলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এই হুমকির জেরে আতঙ্কিত হয়ে পড়ে মুম্বই ছেড়ে দিল্লি চলে আসেন ওই মহিলা। ওই অভিযোগের পরই প্রবল বিপাকে পড়ে যান যোগিতা বালি ও মিমো। মামলা গড়ায় আদালতে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ জুলাই