মঠবাড়িয়ায় ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক
মঠবাড়িয়ায় ইয়াবা ও গাঁজাসহ করেছে পুলিশ।
শুক্রবার (৬ জুলাই) রাত সারে ১০টার দিকে উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এ সময় পুলিশ তার কাছে মজুদকৃত ১০২পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
আটককৃত ডলি আক্তার উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামের মো. ইউসুব হাওলাদারের স্ত্রী।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামে ডলি আক্তারের বসত বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক কারবারিসহ কয়েকজন মাদক ক্রেতা পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে মাদক কারবারি ডলিকে আটক করে। পরে পুলিশ তার কাছ থেকে ইয়াবা ও গ্রাম গাঁজা উদ্ধার করে।
মঠবাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আমীন বাদি হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। আটককৃত মাদক ব্যবসায়ীকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৭ জুলাই