জাপানে ভারী বর্ষণ: নিহত ২৭, নিখোঁজ ৪৭
জাপানে ভারী বর্ষণে অন্তত ২৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো অন্তত ৪৭ জন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে শনিবার এ কথা জানিয়েছে।
এনএইচকে জানিয়েছে, ভারী বর্ষণের কারণে ১৬ লাখেরও বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
জাপানের প্রধান দ্বীপ হনসুর চারটি প্রশাসনিক এলাকার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া এজেন্সি। ভূমিধস, নদীর পানি বৃদ্ধি এবং ‘ঐতিহাসিক’ বৃষ্টিপাতের মধ্যে শক্তিশালী বাতাসের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা।
সংস্থাটি বলছে, রবিবার আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।(তথ্য সূত্র: রয়টার্স)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৭ জুলাই
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)