মঠবাড়িয়ায় দলিল লেখক সমিতির পাল্টাপাল্টি কমিটি, সংবাদ সম্মেলন
মঠবাড়িয়ায় দলিল লেখক সমিতির দুই পক্ষে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে পৃথক দুই কমিটি ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন দলিল লেখক সমিতির কার্যালয়ে আ.ম. ইউসুফুজ্জামান ও তৌহিদুল বাশার কবির পক্ষ সংবাদ সম্মেলন করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এতে কমিটির প্রচার সম্পাদক মো. মজিবর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন ।
সংবাদ সম্মেলনে প্রদীপ রঞ্জন মিত্র, শাহাদাৎ হোসেন বাবুল, বজলুর রহমান, কাজী মজিবর রহমান বাদলসহ অর্ধশত দলিল লেখকরা উপস্থিত ছিলেন।
অপরদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আলিউল হাসান নাছির জমাদ্দারকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে দুই পক্ষই তাদের ঘোষিত কমিটিকে বৈধ বলে দাবি করেছে।
এদিকে মঠবাড়িয়া দলিল লেখক সমিতি পৃথক দুই কমিটি নিয়ে মতবিরোধে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা সাধারণ দলিল লেখকদের।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ জুলাই