বেতাগীর এসিল্যান্ড রামানন্দ পালের স্ত্রীকে ছুরিকাগাত
বরগুনার বেতাগী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল এর বাসায় এক দুর্বৃত্ত ঢোকে তার স্ত্রী অদিতি পাল’কে ছুরি মেরে আহত করেন।
মঙ্গলবার (৩ জুলাই) বিকালে সাড়ে ৬টার দিকে বেতাগী সরকারি কলেজের সামনে মানছুরা ভিলা’র দ্বিতীয় তলায় এঘটনা ঘটে।
জানা গেছে, বিকালে বাসা থেকে এসিল্যান্ড রামানন্দ পাল বাসা থেকে অফিসে যান। বাসা থেকে অফিসে যাওয়ার কিছুক্ষন পর দরজা এক দুর্বৃত্ত নক করে। তার স্ত্রী এসিল্যান্ড ভেবে দরজা খুললে সাথে সাথে অজ্ঞাত দুর্বৃত্ত বাসায় ঢুকে তার পেটে ছুরি মারে। এসময় তিনি পাশে সরে গেলে তার পেটের বাম পাশ কেটে যায়। সাথে সাথে তাকে বেতাগী হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসা শেষে বর্তমানে বাসায় অবস্থান করছেন তিনি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রতার জের হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে।
উল্লেখ্য, অদিতি বড়াল বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কালিদাস বড়াল ও মহিলা সংসদ সদস্য হ্যাপি বড়ালের কন্যা । কিছুদিন পূর্বে সহকারি কমিশনার (ভূমি) রামানন্দ পাল এর সাথে বিয়ের পর বেতাগীতে আসেন। গত ১৬ ডিসেম্বর তার বাবার বাড়ি বাগেরহাটের চিতলমারী’র বাসায় ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করেছিল। এর থেকে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে বাগেরহাট থেকে কোন সন্ত্রাসী এসে এ ঘটনা ঘটাতে পারে।
ঘটনার সাথে সাথে শারিরিক অবস্থা দেখার জন্য বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীব আহসান, বেতাগী থানা ওসি মোঃ মামুন-অর-রশিদ বেতাগী হাসপাতালে চলে যান । সন্ধ্যার পরঅতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন ও বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক ( বি.পি.এম) (পি.পি.এম) ঘটনাস্থল পরির্দশন করেন ।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ জুলাই