আমতলীতে ব্যবসায়ীর তিন মাসের কারাদণ্ড
বরগুনার আমতলী পৌর শহরের নতুন বাজার বাঁধঘাট এলাকার মেসার্স মামুন এন্টারপ্রাইজ মালিক মোঃ মামুন মিয়াকে ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
মঙ্গলবার (৩ জুলাই) সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্যে আমন ধান বীজ বিক্রি করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমলেশ মজুমদার ও আমতলী থানা ভারগ্রাপ্ত কর্মকর্তা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে এ দন্ড দেয়া হয়।
জানা গেছে, পৌর শহরের নতুন বাজার বাঁধঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন বীজ ভান্ডারে অভিযান পরিচালনা করেন। এ সময় মেসার্স মামুন এন্টারপ্রাইজ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্যে আমন ধান বীজ বিক্রি করায় মালিক মোঃ মামুন মিয়াকে ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন মিলন বলেন, আমন ধানের বীজ বেশী মূল্যে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও আদালতের বিচারক কমলেশ মজুমদার বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্যে আমন ধান বীজ বিক্রি করায় মালিক মোঃ মামুন মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ জুলাই