ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রমতালতলীতে ২ প্রাথমিক বিদ্যালয়ে ১জন করে শিক্ষক

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ৩ জুলাই ২০১৮

ফাইল ফটোতালতলী প্রতিনিধি
বরগুনার তালতলীতে ২টি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে ১জন করে শিক্ষক। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪জন শিক্ষক-শিক্ষিকার পদ থাকলেও শিক্ষক রয়েছে মাত্র ১জন। বিদ্যালয়টিতে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী রয়েছে প্রায় ১২৫জন। শিশু শ্রেণিসহ ৬টি ক্লাসে দৈনিক ২৫/৩০টি বইয়ের পড়া নিতে হয় শিক্ষকের। এগুলো ১জন শিক্ষকের দ্বারা কোন রকম সম্ভব নয়।

অন্যদিকে এ বিদ্যালয় থেকে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলায় ২০১৪-২০১৭ এ ৪ বছর উপজেলায়, ২০১৫-২০১৭ এ ৩ বছর জেলায় ও ২০১৭ইং সালে বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে।

মৌরভী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪জন শিক্ষক-শিক্ষিকার পদ থাকলেও শিক্ষক রয়েছে মাত্র ১জন। তাও প্রাক-প্রাথমিকের (শিশু ও প্রথম শ্রেণির জন্য) নিয়োগকৃত। বর্তমানে সেই প্রাক-প্রাথমিকের নিয়োগকৃত শিক্ষক তেনমং রয়েছে পার্শ্ববর্তী আমতলী উপজেলায় ১৫দিনের ১টি ট্রেনিং-এ। স্কুল চালাচ্ছে পার্শ্ববর্তী মোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জালাল উদ্দিন। এ বিদ্যালয়টিতে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী রয়েছে প্রায় দেড়শত।

বিদ্যালয়ের বাৎসরিক খেলাধুলার ঝামেলা, উপজেলা শিক্ষা অফিসে মাসিক ক্লাষ্টার ট্রেনিং, জরুরী অফিস কাজে ঐ শিক্ষক উপজেলা কিংবা জেলায় গেলে অথবা হঠাৎ কোন অসুস্থ্য হয়ে পড়লে ঘোষনা ছাড়াই অটোমেটিক বন্ধ হয়ে যায় ঐ বিদ্যালয়। শিক্ষকের অপেক্ষায় সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হলে চলে যায় শিক্ষার্থীরা। এ ছাড়াও উপজেলার ১১টি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক রয়েছে মাত্র ২জন করে। শিক্ষক সংকটের কারনে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম।

এ ব্যপারে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কাজি মনিরুজ্জামান রিপন পাথরঘাটা নিউজকে বলেন, এ উপজেলায় ৭৭টি প্রধান শিক্ষকের পদ থাকলেও শিক্ষক রয়েছে ৩৭জন এবং ৩২২জন সহকারি শিক্ষকের পদ থাকলেও শিক্ষক রয়েছে ২৪৪ জন। শিক্ষক সংকটের কারনে খালী পদগুলো পূরন করা যাচ্ছেনা।

বরগুনা জেলা শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান পাথরঘাটা নিউজকে বলেন, সরকারি ভাবে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত সহকারি শিক্ষকের পদ আপাতত পুরন করা যাচ্ছেনা। তালতলী উপজেলায় ২২জন সহকারি শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদায়ন হয়েছে। পদখালী থাকা প্রাথমিক বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষকের পদ খালী থাকলে অগ্রাধিকার ভিত্তিতে ঐ সকল বিদ্যালয় শীঘ্রই এদেরকে (পদায়ন) নিয়োগ দেয়া হবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)