নেছরাবাদে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাই ও ভাতিজার পিটুনিতে মিহির কান্তি সমাদ্দার (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অরুণ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০২ জুলাই) দুপুরে উপজেলার আদাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে আদাবাড়ি গ্রামের মিহিরের সঙ্গে তার চাচাতো ভাই অরুণ সমাদ্দারের বিরোধ চলছিল। সোমবার দুপুরে সেই জমি থেকে মিহিরের লাগানো সুপারি চারা তুলে ফেলেন অরুণ। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিহিরকে পিটিয়ে আহত করেন অরুণ ও তার ছেলে শাওন সমাদ্দার। এ অবস্থায় পরিবারের সদস্যরা মিহিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেলে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মিহির কান্তি সমাদ্দারের স্ত্রী দীপ্তি সমাদ্দার বাদী হয়ে অরুণ ও তার ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে অরুণকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ জুলাই