মঠবাড়িয়ায় প্রতিবন্ধী কিশোরের আত্মহত্যা
মঠবাড়িয়ায় অরবিন্দু সিকদার (১৮) নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার (১ জুলাই) সকালে পরিবারের স্বজনরা বসতবাড়ির একটি কাঁঠাল গাছ হতে ওই কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহত কিশোর অরবিন্দু মিরুখালী ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত রাজেন্দ্র নাথ সিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, অরবিন্দ দীর্ঘ কয়েকবছর ধরে মানসিক বিকারগ্রস্ত ছিল। মানসিক প্রতিবন্ধী অরবিন্দু এর আগে তিন বার আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
সর্বশেষ রবিবার সকালে অরবিন্দু তার মা শোভা রানির সঙ্গে ঝগড়া করে। পরে পরিবারের অগোচরে বাড়ির পাশের বাগানের একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, নিহত ওই কিশোর দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল। পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১ জুলাই