তালতলীতে গাভী বিতরণ তালিকা প্রস্তুতে অনিয়মের অভিযোগ
তালতলী প্রতিনিধি
বরগুনার তালতলীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ অর্থায়নে উপজেলার আগাঠাকুরপাড়া সমবায় সমিতির সদস্যদের মধ্য হতে ক্ষুদ্র নৃগোষ্ঠির মাঝে বৃহস্পতিবার (২৮ জুন) ২০টি গাভী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। সভায় প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সৈয়দ আলতাফ হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুল বাশার, ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী, প্রেসক্লাব সভাপতি আঃ মান্নান, সাংবাদিক মুঃ আঃ মোতালিব, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সম্পাদক মি. মংচিনথান, ডা. ওয়েচিং মাতুব্বার ও সমাজ সেবক উশিট মং উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান নিজ নিজ স্বাক্ষরিত তালিকা দেখে ২০টি গাভী বিতরণ করেন।
অন্যদিকে গাভী বিতরন অনুষ্ঠানের সময় রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মি. মংচিনথান বিতরনের তালিকা প্রস্তুতে অনিয়ম হয়েছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, ডা. ওয়েচিং মাতুব্বার যিনি অর্থনৈতিক ভাবে সাবলম্বী। তিনি তার ২পুত্রসহ পরিবারের মধ্যে ৩টি গাভী নিয়েছেন। সমাজ সেবক অংসিট মং যিনি অঢেল সম্পত্তির মালিক। তার নামও তালিকায় রয়েছে ১১ নাম্বারে। থয়লাচিং ও তার পুত্র অংবু নিয়েছেন ২টি গাভী। এ ছাড়াও তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান পাথরঘাটা নিউজকে জানান, তালিকা করার জন্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সৈয়দ আলতাফ হোসেনকে আহবায়ক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি করে দেয়া হয়েছে। তালিকায় অনিয়মের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সৈয়দ আলতাফ হোসেন পাথরঘাটা নিউজকে বলেন, তালিকা প্রস্তুতের জন্য আগাঠাকুরপাড়া সমবায় সমিতির কর্মকর্তাদের নিয়ে উপ-কমিটি করে দেয়া হয়েছে। তারা যেভাবে তালিকা জমা দিয়েছেন সেভাবেই রাখা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৮ জুন