মুম্বাইয়ে বিমান বিধ্বস্তে নিহত ৫
ভারতের মুম্বাইয়ের ঘনবসতিপূর্ণ উপশহরে বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত পাঁচ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে মুম্বাইয়ের ঘনবসতিপূর্ণ উপশহরে ঘাটকোপরে চাটার্ড বিমান বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তে এসময় বিমানের দুইজন পাইলট ও দুই জন রক্ষণাবেক্ষণ প্রকৌশলী নিহত হয়েছেন। এছাড়াও বিধ্বস্ত এলাকায় আরও একজন আহত হয়েছেন। বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় ইতিমধ্যে দমকল বাহিনী উদ্ধারকাজ শুরু করে দিয়েছে। দুজনের লাশও উদ্ধার করেছে।
জানা গেছে, উত্তর প্রদেশ সরকারের বিচক্রাফট কিং এয়ার সি৯০ বিমানটি অবতরণের ঠিক আগে ঘাটকোপরে ভেঙে পড়ে। একটি নির্মাণাধীন বহুতল ভবনের কাছেই ভেঙে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে তাতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কালো ধোঁয়ায় গোটা এলাকা ভরে যায়। খবর পেয়ে সেখানে ছুটে আসে দমকলের বেশ কয়েকটি গাড়ি। চলছে আগুন নেভানোর কাজ।
ভারতের বেসামরিক বিমান সংস্থার মহাপরিচালক জানান, বিমানটি পরীক্ষামূলকভাবে জুহু বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
এদিকে এলাকাটিতে ঘন জনবসতি থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দুর্ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৮ জুন