আমতলীতে ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর মহিষকাটায় চাল ভর্তি ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক আবদুল আজিজ (৪০) নিহত হয়েছে।
বুধবার (২৭ জুন) রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কলাপাড়া উপজেলার মোস্তফাপুর অটোরাইস মিল থেকে চাল ভর্তি একটি ট্রাক বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মহিষকাটায় বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মোটর সাইকেলকে ট্রাকটিতে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক নিহত হয়।
আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহত আজিজের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৮ জুন
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)