পাথরঘাটার বিষখালী নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ
পাথরঘাটা সংলগ্ন বিশখালী নদীতে গোসল করতে গিয়ে স্রোতে ভেসে শ্রাবন (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
বৃহস্পিতবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া লঞ্চঘাটের পাশের ঘাটলায় এ ঘটনা ঘটে।
নিখোজ শিশু শ্রাবন বরগুনার বামনা উপজেলার ডুসখালী গ্রামের জোমাদ্দার বাড়ির মো. মাইনউদ্দিনের ছেলে। তারা ঢাকা শ্যামপুর থানায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শী হাসান পাথরঘাটা নিউজকে জানান, কাকচিড়া এলাকার আ. কাদের মিয়ার মেয়ে তাসলিমা তার ছেলেদের নিয়ে বাবার বাড়ীতে বেড়াতে আসে। তাসলিমার তিন ছেলের মেধ্যে মেঝ ছেলে শ্রাবন আরো তিন জন শিশুর সাথে নদীতে গোসল করতে যায়। কাকচিড়া লঞ্চঘাটের পাশের ঘাটলায় গোসল করার সময় জোয়ারের পানির চাপে শ্রাবন ভেসে যায়। এসময় শিশুরা ডাক চিৎকার দিলে লোকজন এসে খুজলেও শ্রাবনকে পাওয়া যায়নি।
কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টু পাথরঘাটা নিউজকে জানান, আ. কাদের মিয়ার মেয়ে তাসলিম ও তার স্বামী মাইন উদ্দিন তিন ছেলেকে নিয়ে ঢাকায় থাকেন। সকালে নানা বাড়ী বেড়াতে এসে নদীতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। আমরা দ্রুত পরিষদের পক্ষ থেকে স্থানীয়দের নিয়ে শিশুটির খোঁজ করতেছি। এখন নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোষ্টগার্ড ট্রলার নিয়ে শিশুটিকে খোজ করে যাচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাথরঘাটা স্টেশনের ফায়ারম্যান মো. কামাল হোসেন পাথরঘাটা নিউজকে জানান, উদ্ধার অভিযান অভ্যাহত আছে। করিশালের ডুবুরী দল উদ্ধারের জন্য রওয়ানা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৮ জুন