ঝালকাঠিতে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
ঝালকাঠি সদর উপজেলায় হাসান হাওলাদার (৫) নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মুরাদ হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুন) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার শেখেরহাট ইউনিয়নের মধ্য গুয়াটন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাসান হাওলাদার ওই গ্রামের মৃত আনোয়ার আলী হাওলাদারের ছেলে।
নিহত শিশুর স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানান, রাতের খাবার খাওয়ানোর পর হাসানকে ঘুম পাড়িয়ে তার মা (রাজিয়া বেগম) পাশের বাড়িতে যায়। কিছুক্ষণ পর রাজিয়া ফিরে এসে হাসানকে গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার শুরু করেন। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ছুটে আসেন।
এদিকে আটক একইগ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মুরাদের বিরুদ্ধে বেশ কয়েক বছর আগে ধর্ষণ চেষ্টা মামলা করেছিলেন নিহত শিশুর মা রাজিয়া। সেই ক্ষোভে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে নিহতের পরিবার।
ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।(বিডি-প্রতিদিন)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৭ জুন