বরগুনা জেলার জন্মদিন অনুষ্ঠান পালিত
বরগুনা থেকে ফিরে,
বরগুনা জেলা পুলিশের উদ্যোগে বরগুনা জেলার ৩৪তম জন্মদিন পালিত হয়েছে।বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পুলিন লাইন্স মিলনায়তনে এক অনুষ্ঠান আয়োজন করে বরগুনা জেলা পুলিশ।
এ উপলক্ষে পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন পুলিশ সুপার বিজয় বসাক, পৌর মেয়র শাহাদাত হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাড. শাহজাহান মিয়া, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখরঞ্জণ শীল, কমিউনিটি পুলিশিংয়ের সদর উপজেলার সভাপতি অ্যাড. সঞ্জিব দাস, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার প্রমুখ।
পুলিশ সুপার বিজয় বসাকের উদ্যোগে প্রথমবারে মত জেলার বরগুনা জেলার জন্মদিন পালিত হয়। বক্তব্যে অতিথিবৃন্দ পুলিশ সুপারকে এমন অনুষ্ঠান আয়োজনের জন্য সাধুবাদ জানান। পরে সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাগরন মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারি পুলিশ সুপার সদর সার্কেল মো: নাজমুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাগরণ’র সাধারন সম্পাদক রুদ্র রুহান।
অতিথিবৃন্দের বক্তব্যর পরে কেক কেটে জেলার ৩৪তম জন্মদিন পালন করেন।১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি বরগুনাকে জেলা ঘোষনা করা হয়েছিল।
এনএএস/পাথরঘাটা নিউজ