তালতলীতে ৩৫০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজ উদ্বোধন

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:১২ পিএম, ২৫ জুন ২০১৮

কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজ উদ্বোধনতালতলী প্রতিনিধি
বরগুনার তালতলীতে ৩৫০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ জুন) দুপুরে বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এ কাজের উদ্বোধন করেন। চীনা কোম্পানী আইসোটেক (ওঝঙঞঊঈঐ) ও বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানী লিঃ যৌথভাবে কাজটি সম্পন্ন করবে।

উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মঈনুল আলম, তালতলী উপজেলা চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবি-উল কবির জমাদ্দার, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: খলিলুর রহমান।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৫ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)