তালতলীতে ৩৫০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজ উদ্বোধন
তালতলী প্রতিনিধি
বরগুনার তালতলীতে ৩৫০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ জুন) দুপুরে বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এ কাজের উদ্বোধন করেন। চীনা কোম্পানী আইসোটেক (ওঝঙঞঊঈঐ) ও বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানী লিঃ যৌথভাবে কাজটি সম্পন্ন করবে।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মঈনুল আলম, তালতলী উপজেলা চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবি-উল কবির জমাদ্দার, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: খলিলুর রহমান।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৫ জুন