পাথরঘাটায় সাংবাদিকদের সাথে অধ্যাপক শামছুল আলম এর মতবিনিময়

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২৪ জুন ২০১৮

অধ্যাপক শামছুল আলম এর সাথে মতবিনিময়বরগুনার-২ সংসদীয় আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী পাথরঘাটার সন্তান অধ্যাপক মো.সামছুল আলম পাথরঘাটার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

রোববার (২৪ জুন) দুপুর ১২টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অধ্যাপক সামছুল আলমকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেয়া হয়। এসময় তিনি উপস্থিত সাংবাদকর্মীদের উদ্দেশ্যে তার রাজনৈতিক জীবন ও কর্মের কথা প্রকাশ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আ.লীগ সভানেত্রী শেখ হাসিনার অস্থাভাজন এবং অসংখ্য প্রবীন আ.লীগ নেতার ঘনিষ্ঠ সহচর এই অধ্যাপক সামছুল আলম এবারের জাতীয় নির্বাচনে বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) উপজেলা থেকে নৌকা প্রতীকে মনোনয়ন চাচ্ছেন।

মতবিনিময়ের সময় পাথরঘাটার সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।

এসময় অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কালের কন্ঠের মির্জা শহিদুল ইসলাম খালেদ, ইনকিলাবের চৌধুরী মো.ফারুক, সমকালের ইমাম হোসেন নাহিদ, প্রথম আলোর আমিন সোহেল, ভোরের কাগজের অমল তালুকদার, বাংলাদেশ প্রতিদিনের শফিকুল ইসলাম খোকন, প্রেসক্লাব সাধারন সম্পাদক ও সংবাদের জাফর ইকবাল, মোহনা টিভির করিম ইসলাম সুমন, নয়াদিগন্তের এএসএম জসিম, বাংলা টিভির মো. জসীম সহ অন্যান্য অতিথিবৃন্দ।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৪ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)