বরিশালে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২৩ জুন ২০১৮

মাদ্রাসাছাত্রীর আত্মহত্যাবরিশাল নগরের বাজার রোড এলাকায় প্রিয়া আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছেন।

শনিবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে নগরের বাজার রোড এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পড়াশুনার সুবাদে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এ এলাকায় থাকতেন প্রিয়া।

প্রিয়া ঝালকাঠির নলছিটি উপজেলার ডুমুরিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ও বরিশাল নগরের কাউনিয়া আমিন বাড়ি মডেল মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, খবর পেয়ে দুপুর ১ টার দিকে নিজ ঘরের ফ্যান থেকে প্রিয়ার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে এ আত্মহননের ঘটনা ঘটতে পারে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৩ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)