বৃষ্টি হলেই দুর্ভোগ পাথরঘাটা পৌরশহরের উকিল পট্টি

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৩ জুন ২০১৮

বৃস্টির পানি জমে ড্রেনের ময়লা রাস্তায়পাথরঘাটা পৌরসভার বেশির ভাগ সড়কেই খানাখন্দের সৃষ্টি হয়ে তা মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের এসব গর্তে পানি, কাদা ও ময়লা-আবর্জনা জমে যায়। এতে দুর্ভোগে নাজেহাল হতে হয় পাথরঘাটা পৌরশহরবাসী।

সরেজমিন ঘুরে দেখা গেছে, পাথরঘাটা পৌরশহরের উকিল পট্টির রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পরে। এছারা পৌরশহরের বিভিন্ন সড়কের বেহাল দশা। একটু বৃষ্টি হলেই এসব সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে এসব সড়কে রয়েছে খানাখন্দ। পাথরঘাটা পৌরশহরের মেয়র পরিবর্তন হলেও এই রাস্তাটার চেহারার কোন পরিবর্তন হয় না।

পাথরঘাটা পৌরশহরের উকিল পট্টির বসবাসরক কিছু লোক পাথরঘাটা নিউজকে জানান, বৃষ্টির পানিতে তলিয়ে গেলে এই রাস্তায় ড্রেনের ময়লা ভেশে উঠে রাস্তায় চলে আসে। মানুষ চলাচলের অনুপযোগী উকিল পট্টির রাস্তাএরকম জলাবদ্ধ থাকলে সড়কের বেহাল অবস্থা দৃশ্যমান হয় না। এতে যান চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। বাসা থেকে বের হতেই ভয় লাগে। মনে হয়, কখন যে রিকশা থেকে পড়ে দুর্ঘটনা ঘটে। আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে খুবই সমস্যা হয়। এমপি, মেয়র ও কাউন্সিলরদের অবস্থার পরিবর্তন হলেও এই রাস্তার পরিবর্তন হয় না। এ এলাকার রাস্তার খুবই বাজে অবস্থা। বৃষ্টি হলে ঘর থেকে বের হওয়া যায় না।

পাথরঘাটার সংস্লিষ্ঠ পৌর কাউন্সিলর বাবু নিরোদ চন্দ্র পাথরঘাটা নিউজকে বলেন, আমাদের এই রাস্তাটি জন্য ইতমধ্যে দরপত্র জমা দেয়া হয়েছে। আমরা আসা করছি আগামী ১৫ দিনের মধ্যে পাব।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৩ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)