জমি দখলে বাধা দেয়ায় কলাপাড়ায় বনরক্ষীকে আটকে মারধর
পটুয়াখালীর কলাপাড়ার গঙ্গামতি বিটের সংরক্ষিত কাউচর বনের ভেতরের জমি দখল করতে বাধা দেয়ায় বনরক্ষী আলাউদ্দিনকে মারধর করেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা হারুন তালুকদার, রফিকের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী।
ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যার পর উপজেলার ধুলাসার ইউনিয়নের চাপলী বাজারে। সরকারদলীয় লোকজন বনরক্ষীকে মারধর করেই খান্ত হয়নি। তাকে একটি রুমে তালাবদ্ধ করে রাখে। এ খবর পেয়ে মহিপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম ও বিট কর্মকর্তা পলাশ চক্রবর্তী গিয়ে রাত সাড়ে ৯টায় বনরক্ষী আলাউদ্দিনকে উদ্ধার করে। বনরক্ষী আলাউদ্দিন জানান, কাউচর সংরক্ষিত বনের ভেতরের জমি দখল করতে বাধা দেয়ায় হারুন তালুকদার ও রফিক মেম্বরসহ একদল সন্ত্রাসী রফিক মেম্বরের গদিতে আটকে মারধর করে।
মারধর শেষে একটি রুমে আটকে রাখে। রফিক মেম্বর বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৩ জুন
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)