ভ্রাম্যমাণ আদালতবাল্যবিয়ে পড়ানোর অপরাদে বরিশালে ইমাম ও কাজীর কারাদণ্ড
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামে দুটি বাড়িতে বাল্যবিয়ে পড়ানোর দায়ে ইমাম ও কাজীকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ জুন) রাতে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. শরিফ মুহাম্মদ ফয়েজুল আলম তাদের এ সাজা প্রধান করেন।
সাজাপ্রাপ্তরা হচ্ছেন- গুয়াবাড়িয়া ইউনিয়নের মো. বেলায়েত হোসেন ঢালি জামে মসজিদের ইমাম মো. আতাহার আলী এবং কাজী আ. আলিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. শরিফ মুহাম্মদ ফয়েজুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সংশ্লিস্টদের নিয়ে বুধবার জোহর বাদ গুয়াবাড়িয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে গিয়ে ওই গ্রামের দুটি বাড়িতে বাল্যবিয়ে পড়ানোকালে ইমাম আতাহার ও কাজী আলিমকে আটক করা হয়। পরে তাদের ২ জনকে বুধবার রাতেই উল্লেখিত সাজা প্রদান করা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২১ জুন