অস্ট্রেলিয়া-ডেনমার্ক ১-১ গোলে ম্যাচ ড্র

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২১ জুন ২০১৮

১-১ গোলে ম্যাচ ড্রঅবশেষে ড্র করেছে অস্ট্রেলিয়া-ডেনমার্ক। খেলা শুরুর পরপরই গোল করে ডেনমার্ক এগিয়ে গেলেও পেনাল্টিতে ম্যাচে ফিরে অস্ট্রেলিয়া। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত লড়াই হলেও ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় উভয় দলকে।

ম্যাচ শুরুর মাত্র ছয় মিনিটের মাথায় গোল খেয়ে বসে অস্ট্রেলিয়া। এরিকসনের বাঁ পায়ের জোরালো শটে দুর্দান্ত গোলের পর ম্যাচ সমতায় নিয়ে আসতে লড়তে থাকে অস্ট্রেলিয়া।

অবশ্য ম্যাচের ২৩ মিনিটে সেই সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু বক্সের বাইরে থেকে টম রজিকের শট গোলপোস্টের ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। যদিও পরের মিনিটেই আবারো এগিয়ে যেতে পারতো ডেনমার্ক। কিন্তু সেটাও আর হয়নি।

ম্যাচের ৩৬ মিনিটে মার্ক মিলিগানের হেড বক্সের মধ্যে ইউসুফ ইউরারির হাতে লেগে গেলে ভিএআরের শরণাপন্ন হন রেফারি। বল হাতে লাগার প্রমাণ পাওয়ায় হলুদ কার্ড দেখেন ইউরারি, পেনাল্টি পায় অস্ট্রেলিয়া। অধিনায়ক মাইল জেডিনাক ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি। ম্যাচের দ্বিতীয়ার্ধেও আর কোনো গোল হয়নি। ফলে ড্র করেই মাঠ ছাড়তে হয় উভয় দলকে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২১ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)