মঠবাড়িয়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্র নিহত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:৩১ এএম, ২১ জুন ২০১৮

বিদুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্র নিহতমঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ওমর (১০) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

বুধবার (২০ জুন) রাত ৮টার দিকে উপজেলার তুষখালী ইউনিয়ন বাজারে এ দুর্ঘটনা ঘটে ।

নিহত মাদরাসা ছাত্র ওমর তুষখালী ইউনিয়ন বাজারের সবজী বিক্রেতা মো. নবী হোসেনের ছেলে ও স্থানীয় তুষখালী এনএস দাখিল মাদরাসায় তৃতীয় শ্রেণির ছাত্র। নিহত শিশুটির পরিবারে শোকের মাতম চলছে।

থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, ওমর তার এক সহপাঠিকে নিয়ে তুষখালী বাজার রিকশা স্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদের নির্মাণাধীন তৃতীয় তলার ছাদে খেলছিল। এ সময় ছাদের পাশে বৈদ্যুতিক লাইনের তারে জড়িয়ে ওমর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলার ছাদ থেকে পড়ে দ্বিতীয়তলার রডের সাথে আটকে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ খবর পেয়ে রাত ৮টার দিকে দমকল বাহিনীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২১ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)